চুরি ডাকাতি রোধে পৌরশহরকে শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হবে…. সৈয়দ আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ বলেছেন, চুরি, ডাকাতি রোধে পৌরশহরে শীঘ্রই সিসি ক্যামেরা বসানো হবে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাত ১২টার পর মটর সাইকেল, ইজিবাইকসহ কোন যানবাহন পৌরশহরে অবাদে চলতে পারবে না এবং কোন দোকানপাটও খোলা থাকবে না। ওসি আরও বলেন, রাতে হাসপাতালের সামনে রোগী বহনের নামে এ্যাম্বুলেন্সের ড্রাইভারের অবাদে চলাফেরা করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওসি আরও বলেন, গরু ছাগলের উৎপাত বন্ধে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গবাদি পশুকে বেধে পালনের জন্য পরামর্শ দেন। বণিক সমিতির পুরাতন কমিটি বিলুপ্ত করে সকলের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি উপহার দেয়ার ঘোষণা দেন। সৈয়দ আবদুল্লাহ সোমবার (২২ জুলাই) রাতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, ধর্ষণ, শিশু নির্যাতন ও পৌরশহরের চুরি ও ডাকাতি রোধে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।
দক্ষিণ বন্দর পূজা মন্দিরের সম্মুখে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ হাসান, বণিক সমিতির সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ উল-হক, বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন আকন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবুর রহমান, হারুন অর রশিদ, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পরিচালক পংকজ সাওজাল, বাজার পাহাড়া কমান্ডার মো: নজরুল ইসলাম, ব্যবসায়ী আবির রিয়াজ প্রমুখ।
Comments
আরও পড়ুন





