চার দিনের অবিরাম বৃষ্টিতে মঠবাড়িয়ায় ফসলের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্ট : গত চারদিনের অব্যহত বৃষ্টিতে মঠবাড়িয়ায় আমন ধানসহ শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অসময়ের বৃষ্টিতে দুধওয়ালা আমন ধান ক্ষেত ক্ষতিসহ চার হাজার হেক্টর জমির খেসারী, ১শ হেক্টর আলু, ১৫ হেক্টর সরিষা, ৩ হেক্টর গমের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়াও ১শ হেক্টর জমিতে শীতকালীন পালং শাক, টমেটো, বেগুন, মুলা, শিম, ফুলকপি, বাধাকপি ক্ষতিগ্রস্থ হয়। যদিও বেসরকারীভাবে এর ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেশী। এ ক্ষতির ঘটনায় এলাকার কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহা. মনিরুজ্জামান বলেন, বৃষ্টি যদি অব্যহত থাকে এবং মাঠে যদি পানি জমে থাকলে উল্লেখিত ফসলের ক্ষেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হবে তবে ২/১ দিনের মধ্যে রোদ উঠে গেলে ক্ষতির পরিমাণ কম হবে।
Comments
আরও পড়ুন





