চাঞ্চল্যকর লিটন হত্যা মামলার চার্জশীট ভুক্ত যুবলীগ সভাপতিরও জামিন মঞ্জুর
স্টাফ রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি লিটন পন্ডিত হত্যা মামলায় চার্জশীটে অন্তর্ভুক্ত আসামী উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজেরও জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুলাই আ.লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে ছোড়া গুলিতে লিটন নিহত হয়। ঘটনার সময় সে মঠবাড়িয়া উপস্থিত না থাকলেও অভিযোগপত্রে তার নাম অন্তর্ভূক্ত করে পুলিশ। আসামী পক্ষের আইনজীবি জানান, ওই সময় আসামী শাকিল আহমেদ নওরোজ ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছিল। ঢাকায় অবস্থানকালে ব্যাংকের লেন-দেনসহ ওই সময়ের যাবতীয় কাগজপত্র বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালতে তার জামিন মঞ্জুর করেন। এদিকে যুবলীগ সভাপতির জামিন লাভে নেতাকর্মীরা পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করে।
Comments
আরও পড়ুন





