চাঞ্চল্যকর ফরিদ মাওলানা হত্যা মামলার পলাতক আসামী চট্টগ্রাম হতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ার বেতমোর সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মিজান মাতুব্বর (৩২) কে অবশেষে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সোমবার (০৬ আগষ্ট) বিকেলে মিজানকে চট্টগ্রামের সীতাকুন্ডুর সলিমপুরের পাহাড়ী এলাকা থেকে সীতাকুন্ডু থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে। থানা পুলিশ মিজানকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে। মিজান উপজেলার বেতমোর গ্রামের সিদ্দিক মাতুব্বরের পুত্র।
থানা পুলিশ জানায়, গত ২০১৭ সালের ৯ জানুয়ারী রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন শ্যালক হাবিব ও তার ভাড়া করা দলবলসহ উপাধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিনকে নিজ বাড়ীর সম্মুখে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার তিন দিন ঢাকার একটি কিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১১ জানুয়ারী সে মারা যায়। এ ঘটনায় নিহতের পুত্র শহীদুল ইসলাম আপন মামা হাবিব, মামাতো ভাই নাসির ও নয় জন জ্ঞাত ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে ওই দিন মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামী নাসির উদ্দিন, হাবিবুর রহমান ও ইয়াকুব আদালতের জামিনে থাকলেও বাকীরা পলাতক রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর মাজহারুল আমিন জানান, গ্রেফতারকৃত মিজানকে আদালতে উপস্থিত করলে বিজ্ঞ ম্যাজিট্রেটের কাছে ফৌজদারী আদালতের কার্যবিধির ১৬৪ ধারায় এই হত্যার ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
Comments
আরও পড়ুন





