চাঞ্চল্যকর আবরার হত্যাকান্ড ॥ ফাঁসির দাবীতে মঠবাড়িয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত পথসভায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সভপতি আল-আমিন নাজাত, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন সুমন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈম ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিম মল্লিক প্রমুখ।
বক্তরা বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Comments
আরও পড়ুন





