চলাচল অযোগ্য সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগের বহেরাতলা সড়ক হতে পাথরঘাটা বাস ষ্ট্যান্ড পর্যন্ত চলাচল অযোগ্য দেড় কিঃ মিঃ জন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে মঠবাড়িয়া পৌর ভবনের সম্মুখ সড়কে রিক্সা, অটোরিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করেন। ঘন্টাব্যপী এ মানববন্ধনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পরে ওই সংগঠনের সভাপতি মো. আরিফ-উল হক‘র সভপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সংগঠনটির সহ-সভাপতি নাজমুল আহসান কবির, সাধারণ সম্পাদক মো. কামরুল আকন, স্বেচ্ছা সেবকলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মো. সফিক ফরাজি প্রমূখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক ও জনপদ বিভাগের মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা থেকে থানাপাড়া হয়ে পাথঘাটা বাস ষ্ট্যান্ড পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সড়কের জন্য মঠবাড়িয়াবাসী দীর্ঘদিন ধরে দারুন দূর্ভোগ পোহাচ্ছে। নাজুক এ সড়কের কারণে সরকারের সাফল্য ম্লান হতে চলছে। সওজ কর্তৃপক্ষ শহরের এ অংশের সড়কটি উন্নয়নের নামে বিভিন্ন অযুহাতে রাস্তাটি মেরামাত না করে দীর্ঘদিন ফেলে রেখেছে। ফলে খানা খন্দে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই তারা এ সড়ক টুকু দ্রুত মেরামতের দাবি জানান।
Comments
আরও পড়ুন





