গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগীতায় দু’স্কুলের ছাত্রীদের মধ্যে মারামারি
স্টাফ রিপোর্টারঃ মঠবাড়িয়ায় সোমবার (৯ সেপ্টেম্বর) ৪৮তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলায় বিজয়ী কে.এম লতীফ ইনষ্টিটিউশন ও পরাজিত সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সমার্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় বিদ্যালয়ের ৩ ছাত্রী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান- সোমবার দুপুরে সরকারী হাতেম আলী বালিকা বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় কেএম লতীফ বিদ্যালয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ১/০ গোলে পরাজিত করে। এ নিয়ে দু’ বিদ্যালয়ের সমর্থক ছাত্রীরা হাতাহাতিতে লিপ্ত হয়। এতে কেএম লতীফের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাফিয়া (১২), দশম শ্রেণীর ছাত্রী জুয়েনা (১৬) ও সরকারী হাতেম আলী বালিকা বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১৫) আহত হয়। কেএম লতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, তাঁর বিদ্যালয় বিজয়ী হওয়ায় দু’ছাত্রীকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। এ বিষয়টি দেখার জন্য হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দু’দিন সময় নিয়েছেন বলে জানান।
সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন খেলা শেষে বাড়ি ফেরার পথে দু’বিদ্যালয়ের সমর্থক ছাত্রীদের মধ্যে মারামারির কথা স্বীকার করে বলেন, এ ঘটনা তদন্তে স্কুলের ট্রেড ইন্সট্রাকটর মিজানুর রহমানকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
Comments
আরও পড়ুন





