গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের আগুনে দুটি পরিবার সর্বশান্ত : বিত্তবানদের সাহায্যের আবেদন
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের আগুনে সহোদর দুই ভাইয়ের বসত ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে ওই পরিবারের নগদ টাকা, স্বর্ণ, কাপড় চোপড় ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। আগুনে ভষ্মিভূত ওই দুটি পরিবারের ৯ জন সদস্য গত দুদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঠবাড়িয়া সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত. আজাহার ফরাজীর পুত্র রাজাপুর সোনালী ব্যাংকের আনছার সদস্য দরিদ্র আব্দুল ওয়াহেদ ফরাজী ও ছোট ভাই গ্রাম্য আমীন আব্দুস সালাম ফরাজীর যৌথ ঘরে ওই দিনগত রাত দশটার দিকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই ছড়িয়ে পরে। এসময় গৃহকর্তার মা বৃদ্ধা ঘুমন্ত সামসুন্নেছা শামবরু (৯০), শিশু পুত্র হামিম (৫), জোবায়ের (১২) কে ঘর থেকে নামাতে গিয়ে বিলম্ব হওয়ায় আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। প্রতিবেশীরা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
গৃহকর্তা আব্দুল ওয়াহেদ জানান, পরিধেয় কাপড় ছাড়া ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ, অন্যান্য মালামাল ও বাচ্চাদের সার্টিফিকেটসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বসত ঘর, রান্নার চাল, ডাল, পড়নের শীতের কাপড় চোপড় না থাকায় বৃদ্ধ মা ও শিশুদের নিয়ে প্রতিবেশীর বাড়ীতে দু’দিন ধরে মানবেতর জীবন যাপন করছে।
স্থানীয়রা দরিদ্র পরিবারকে সাহায্যের জন্য প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিত্তবানদের সাহায্যের আবেদন জানিয়েছেন।
Comments
আরও পড়ুন





