গেট ভেঙ্গে বাল্য বিয়ে পন্ড করে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার: সরকারের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর ধুম ধাম করে প্রকাশ্যে বিয়ের আয়োজন করেছিলো দুই পরিবার। প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠানের গেট ভেঙ্গে দিয়ে এ বাল্য বিয়ে প- করে দেন। পরে বর ও কনের পরিবারের কাছ থেকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেয়।
জানা যায়, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মো. পারভেজ ইলিয়াসের মেয়ে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ইসরাত জাহান মিম (১৩) এর সাথে পশ্চিম রাজপাড়া গ্রামের মো. আবদুল খালেক হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন লিমন (২৭) এর সাথে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে বিয়ের আয়োজন করা হয়। দুপুরে বরের পক্ষের অর্ধশতাধিক মেহমান কনের বাড়িতে উপস্থিত হয়। এসময় বর পক্ষসহ তিন শতাধিক লোক বিয়ের আয়োজন শেষে খাওয়া দাওয়া শুরু করে।
বাল্য বিয়ের বিষয়টি পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনকে মৌখিক ভাবে অবহিত করে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহমেদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের নেতৃত্বে থানা পুলিশ ও গণমাধ্যম কর্মিরা কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। পরে পুলিশের সহযোগীতায় কনে বাড়ির বিয়ের গেট ভেঙ্গে দেয়া হয়। এসময় কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়া মর্মে বর ও কনে পক্ষের মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বশির আহম্মেদ বলেন, বর ও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা রাখা হয় উভয়ের অভিভাবকের কাছ থেকে। বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





