গুটি খেলার জের ধরে কিশোরকে প্রকাশ্যে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে আরিফ (১৬) নামে এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে প্রতিবেশী প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ২ জুন রোববার বেলা ১১টার দিকে উপজেলার ছোট শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহত আরিফের লাশ উদ্ধার করেছে। আরিফ ছোটশৌলা গ্রামের গ্রামের দিন মজুর কালাম হাওলাদারের ছেলে।
নিহতের পিতা দিন মজুর কালাম হাওলাদার জানান, আমার ছেলে আরিফের সাথে সম্প্রতি খেজুর দিয়ে গদ গুটি খেলা নিয়ে প্রতিবেশী বেলায়েত খানের পুত্র হাসিবের বাক-বিতন্ডা হয়। এর জের ধরে রোববার সকালে আরিফকে বাড়ির সামনে একা পেয়ে হাসিব গাল-মন্দ হুমকি দিলে আরিফ তার প্রতিবাদ করে। এসময় ক্ষুব্দ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হাসিব (১৮) ও তার ভগ্নিপতি আজিম (২৭) এবং জয়নাল (৩০) মিলে ধারালো অস্ত্র দিয়ে আরিফের গলা কেটে হত্যা করে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে আমি নিজেও আহত হই। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। আরিফকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান এ ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে।
Comments
আরও পড়ুন





