গুজবে লবন বেশী দামে বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় লবনের কৃত্রিম সংকট তৈরী করে ক্রেতাদের মাঝে অধিক মূল্য ও মেয়াদ উত্তীর্ণ লবন বিক্রয়ের দায়ে পৌরশহরের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতে এ জরিমানার দন্ড দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরশহরের একটি কুচক্রি মহলের গুজবে ও অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য ও মেয়াদ উত্তীর্ণ লবন বিক্রির দায়ে শহরের দক্ষিণ বন্দর মা মনসা ভান্ডারের মালিক দিলীপ সাহাকে ২৫ হাজার টাকা ও পাশর্^বর্তী সুজন সাহাকে চড়া দামে লবন বিক্রির দায়ে ১০ হাজার টাকা মোট দুইজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অধিক মূল্যে ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।
Comments
আরও পড়ুন





