গার্মেন্টস ব্যবসায়ীর বসত ঘরে দুর্ধর্ষ চুরি: ১ লাখ ৬০ হাজার মালামাল লুট
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া পৌরশহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের ফরাজী গার্মেন্টস এর স্বত্বাধিকারী মো: রফিকুল ইসলামের আমুরবুনিয়া গ্রামের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। গার্মেন্টস ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার (১৫ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ চোররা বসত ঘরের গ্রিল কেটে প্রবেশ করে আমার পিতা গৃহকর্তা রুহুল আমীনকে তার কক্ষে জিম্মি করে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের ভয়ভীতি দিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা বিকাশের সিমে থাকা মোবাইলসহ আরও তিনটি এ্যানড্রয়েট মোবাইল, স্বর্ণ ও অন্যান্য মালামালসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





