গরু হৃষ্টপুষ্টকরণে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের লক্ষে গরু হৃষ্ট পুষ্টকরণে এক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্টিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) সকালে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ কর্তৃক আয়োজিত অধিদপ্তরের হল রুমের এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমজাদ হোসেন ভূইঞা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুর আলমের সভাপতিতে সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরেনারী সার্জন ডাঃ শ্যামল চন্দ্র দাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, খামারী শফিকুল ইসলাম প্রমূখ। সেমিনারে গবাদী পশুর খামারী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ ৫০জন অংশগ্রহণ করেন।
Comments
আরও পড়ুন





