গণতন্ত্রের জন্য আত্মদানকারী শহীদ নূর হোসেনের স্মরণে জন্মভূমি মঠবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী পালিত

স্টাফ রির্পোটার ঃ গণতন্ত্রের জন্য আত্মদানকারী ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকায় স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে বুকে ও পিঠে গনতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক লিখে পুলিশের গুলিতে নিহত মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেনের গ্রামের বাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ দিন গনতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম ঝাটিবুনিয়ায় শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে তার (নূর হোসেন) চাচা আলহাজ্ব কারী আবদুল হাকিমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাপলেজা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় যুবলীগ সভাপতি মো. মিরাজ মিয়া, কে, এম লতীফ ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক পহলান,স্বেচ্ছাসেবকলীগ নেতা সমীর চন্দ্র সাহা,ইকবাল মুন্সী, যবুলীগ নেতা নুরুল আমিন রাসেল, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, জামাল এইচ আকন, শামসুদ্দোহা প্রিন্স, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সওগাতুল আলম সুমন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ প্রমূখ। শহীদ নূর হোসেনের স্মরণে আলোচনা শেষে দোয়া ও মাহাফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে শহীদ নুর হোসেন এর মৃত্যুদিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি ঢাকায় জিপিওর সামনে জিরো পয়েন্টে নুর হোসেন চত্বরে শুক্রবার সকাল ৮টায় পুষ্পমাল্য অর্পন করেন কেন্দ্রীয় স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃএম নজরূল ইসলাম,শহীদ নুর হোসেনের ভাই মোঃ আলী হোসেনসহ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য শহীদ নুর হোসেন উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মোঃ মজিবুর রহমানের পুত্র।
Comments
আরও পড়ুন





