গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে……রুহুল আমীন দুলাল

স্টাফ রিপোর্টার: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমীন দুলাল বলেছেন- দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোন্দল থাকলে কোন আন্দোলন সফল হবে না। তাই দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন, সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানান। রুহুল আমীন দুলাল ১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির বিশেষ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আ. ম. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল, জসিম উদ্দিন ফরাজি, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউজ্জামান রিপন মাতুব্বর, ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ্, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হায়দার বাদল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
Comments
আরও পড়ুন





