খড়ের গাধায় দুবৃর্ত্তের আগুন ॥ হতদরিদ্র কৃষকের সর্বনাশ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উদয়তারা বুড়িরচর গ্রামে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এক দিনমজুর হতদরিদ্র কৃষকের খড়ের গাধায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দরিদ্র কৃষক শহিদ তালুকদার প্রতিপক্ষ চাচাতো ভাই ইলিয়াস তালুকদারসহ ৩জনকে আসামী করে শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানা ও ভূক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে- উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের শাহজাহান তালুকদারের পুত্র দিন মজুর শহিদ তালুকদারের সাথে একই বংশের আমজেদ তালুকদারের পুত্র চাচতো ভাই ইলিয়াচ ও সরোয়ার তালুকদারের ২২শতাংশ বসত ভিটার জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। আদালতে মামলা চলাকালীন শহিদের দখলে থাকা ওই বিরোধীয় জমি দখলের জন্য বিভিন্ন রকম পায়তারা চালাতে থাকে প্রতিপক্ষ সরোয়ার ও তার ভাই ইলিয়াচ। এক পর্যায় বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষ ইলিয়াচ তালুকদার বাড়ির সীমানায় প্রবেশ করে জমির বেড়া ভেঙ্গে শহীদের ভোগদখলীয় সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এসময় শহিদ (৪৫) ও তার স্ত্রী তিন সন্তানের জননী সাহিদা (৪০) বাধা দিলে তাদের প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। অতঃপর ওইদিন গভীর রাতে ইলিয়াচ ও তার দলবল খড়ের গাধায় আগুন দিলে ২শ’ শতাংশ পাকা আমনের খড় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে শহিদ অভিযোগ করেন। ক্ষতিগ্রস্ত শহিদ জানান- এসময় আগুনের টের পেয়ে হঠাৎ ঘুম থেকে জেগে আলোতে তার পুত্র ৮ম শ্রেনীর ছাত্র মনিরুল প্রতিপক্ষ ইলিয়াচসহ তার লোকজনকে দৌড়ে পালাতে দেখেন।
প্রতিপক্ষ সরোয়ার তালুকদার খড়ে আগুন দেয়ার বিষয়ে কিছুই জানে না। তবে বৃহস্পতিবার বিকেলে তার ছোট ভাই ইলিয়াচ ওই জমির বেড়ার ৪/৫ টি কচা কেটেছেন বলে স্বীকার করেন। তিনি প্রতিপক্ষ শহিদের বিরুদ্ধে কাগজপত্র না থাকলেও জোর পূর্বক জবর দখলের পাল্টা অভিযোগ আনেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন- এ বিষয়ে লিখিত পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





