খুন, অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্ত্র, খুন ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য শাহজাহান বেপারী (৪৮) কে অবশেষে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দধিভাংগা গ্রামের নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। শাহজাহান বেপারী উপজেলার দধিভাঙ্গা গ্রামের নাদের আলী বেপারীর ছেলে।
থানা সূত্রে জানা যায়- শাহজাহান বেপারী যশোর ও চট্টগ্রামের কোতোয়ালী থানার ডাকাতি, খুন, অস্ত্র এবং বিশেষ ট্রাইবুন্যাল মামলার পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে চার সন্তানের জনক শাহজাহান নিজেকে নির্মাণ শ্রমিক দাবী করে যশোরের একটি মামলায় সাড়ে ৩ বছর জেল খেটে গত রোববার সে জেল থেকে বের হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু বলেন, শাহজাহানের বিরুদ্ধে একাধিক ডাকাতি, খুন ও অস্ত্র মামলা রয়েছে এবং সে আন্তজেলা ডাকাত দলের সদস্য।
Comments
আরও পড়ুন





