খাল থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মঠবাড়িয়া থানা পুলিশ ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার তুষখালীর একটি খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে লাশের এখনো কোনো পরিচয় মেলেনি। তার মুখমন্ডলে কাটা জখমের চিহ্ন রয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তুষখালীর নিকটবর্তী একটি খালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ খাল হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের পরিচয় উদঘাটন করা যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নাম পরিচয়হীন ওই যুবকের মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, বুধবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Comments
আরও পড়ুন





