খাল থেকে অজ্ঞাত নব জাতকের ভাসমান লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারের খাল থেকে শুক্রবার (৩ জুলাই) রাতে এক অজ্ঞাত নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, শুক্রবার বিকেলে উপজেলার মিরুখালী বাজারের পাশ দিয়ে প্রবাহিত আমুয়া-মিরুখালী খালে (শাজাহান খানের স্ব-মিলের নিকট) অর্ধগলিত ওই লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে নবজাতিকার লাশটি উদ্ধার করেন।
মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান মিলু নব জাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা রজু করে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোন মায়ের ৮/৯ মাসের গর্ভের অবৈধ সন্তান।
Comments
আরও পড়ুন





