খালে বিষ দিয়ে লাখ লাখ টাকার মৎস্য নিধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা-মিরুখালী-আমুয়া খালে সোমবার ভোর রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে কয়েক লাখ টাকার মৎস্য নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষ প্রয়োগের পর চিংড়ি জাতীয় মাছ পানির উপর ভেসে উঠলে অসাধু মাছ শিকারীরা নির্বিচারে মাছ নিধন করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে দুর্বৃত্তরা খালে বিষ দিয়ে অন্ধকার থাকতেই অধিকাংশ মাছ ধরে নিয়ে গেছে। স্থানীয় জেলে সাখাওয়াত হোসেন জানান, সকালে ঘুম থেকে জেগে চিংড়ি মাছ খালের পাশে ভাসতে দেখেছি। বিষ প্রয়োগ ছাড়া মাছ এভাবে ভেসে উঠে না।
এদিকে ওয়াহেদাবাদ (নাপিতখালী) গ্রামের মনোজ সিকদার (৩৫) নামে জনৈক ব্যক্তি সোমবার সকালে ২৫ কেজির উপর চিংড়ি মাছ বিক্রি করলে সবাই তাকে সন্দেহ করলে সে গা ঢাকা দেয়। মনোজ সিকদার ওয়াহেদাবাদ গ্রামের নিরঞ্জন সিকদারের ছেলে। সে মিরুখালী বাজারের পূর্ব পাড়ের চালিতাবুনিয়ায় চা বিক্রি করে। চালিতাবুনিয়া গ্রামের পল্লী বিদ্যুতের কর্মী মো. ইউসুফ জানান, মনোজ সকালে চায়ের দোকানে বসে ২৫ কেজির অধিক চিংড়ি মাছ বিক্রি করলে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে মাছের উৎস জানতে চাইলে সে দোকান বন্ধ করে গা ঢাকা দেয়। মনোজের ফোন নম্বরে (০১৭০৪৮২৭৪৭০) কল দিলে মনোজের শ্যালক লিটন ফোন রিসিভ করে জানায় মনোজ তার কাছে ফোন রেখে কোথায় গেছে সে জানে না।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানাান, এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেও বলেশ^র নদের বুকে জেগে ওঠা মাঝের চরের খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় ট্রলারসহ দুজনকে স্থানীয়রা আটক করলে একটি প্রভাবশালী মহল ট্রলার ও ওই দুজনকে ছাড়িয়ে নেয়।
Comments
আরও পড়ুন





