ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় ৯শ ৩৪ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে সরকারের প্রোণোদনা খেসারী, সরিষা, বোরো ধান, মুগ ডাল, বিটি বেগুন ও ভট্টাসহ ৬ ধরনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মাদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, প্রেসকাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত হোসেন, কৃষক সাইদুল ইসলাম প্রমুখ। শেষে প্রধান অতিথি বিঘা প্রতি কৃষককে প্রয়োজনীয় সার ও বীজ বিতরণ করেন।
Comments
আরও পড়ুন





