ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রী ফাতিমার চিকিৎসার সহায়তার নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফাতিমা আক্তার (১২) এর চিকিৎসা সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অসুস্থ্য ফাতিমার বাবার হাতে নগদ ৫ লাখ ৫৩ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান ও চিকিৎসা সহায়তার তহবিলের উদ্যোক্তা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আরিফ-উল-হক এ অর্থ তুলে দেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাজাহান আলী, প্রেসকাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, যুবলীগ নেতা প্রভাষক জুলহাস শাহিন ও অসুস্থ ফাতিমার বাবা হাবিবুর রহমান বাবুল প্রমুখ।
উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী ফাতিমা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ফাতিমা দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুকিতুল হুদার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। ফাতিমার বাবা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুল সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে তার শেষ সম্বল ৫ কাঠা জমি বিক্রি করে সর্বস্বান্ত। অর্থভাবে শিশুটির উন্নত চিকিৎসা বন্ধ হয়ে পরে। এরপর শিশুটির জন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির দুরাবস্থার কথা প্রকাশিত হয়। এমন অবস্থায় স্থানীয় আওয়ামীগীগ নেতা মো. আরিফুল হক প্রথমে ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসার সহায়তা তহবিল গঠন করেন। এতে সাড়া দিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সামাজিক সংগঠন ওই তহবিলে অর্থ সহায়তা দেন। এতে ৫ লক্ষ ৫৩ হাজার টাকা জমা পরে। ওই অর্থে শিশু ফাতিমার খুলনা মেডিকেলে চিকিৎসা চলছে।
Comments
আরও পড়ুন





