কোরানের তাফসির কারক ও মাদ্রাসার (অবঃ) মৌলভী এ টি এম বদরুদ্দোজা আর নেই

মঠবাড়িয়া টিকিকাটা ফাজিল মাদ্রাসার সিনিয়র মৌলভী (অবঃ) ও গোটা দক্ষিনাঞ্চলের কোরানের তাফসির কারক আলহাজ্ব আবু তৈয়ব মোঃবদরুদ্দোজা (৬২)আজ শুক্রবার সকালে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।ইন্নালিল্লাহি…..রাজেউন।
প্রতক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাযায় -প্রতিদিনের ন্যায় মাওলানা আবু তৈয়ব জিহাদী ফজরের নামাজের পর সকালে হাটার সময় চরদোয়ানী হতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা ভাড়ায় চালিত মটর সাইকেল স্থানীয় পাঁচশত কুড়া নামক স্থানে তাঁকে সাজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে।পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মারা যায়।তিনি স্ত্রী,২ছেলে রেখে গেছেন।আগামীকাল শনিবার সকাল ৯:৩০মিনিটের সময় নিজ কর্মস্থল টিকিকাটা মাদ্রাসা মাঠে জানাযা শেষে মৃধা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আলহাজ্ব মাওলানা আঃ খালেকে সাহেবের ২য় পুত্র সুবক্তা আবু তৈয়ব জিহাদীর আকস্মিক মৃত্যুেতে মঠবাড়িয়ার ধর্মপ্রান মুসলমানদের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।
Comments
আরও পড়ুন





