আজ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ৪:১৪

  • বাংলা English
সদ্য :

☉ অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান☉ ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন☉ সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন☉ প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন☉ স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক☉ দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪☉ ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ ফরাজী কলেজের মেধাবী প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা☉ আশ্রয়নে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুরা স্কুল ড্রেস বই পেয়ে বেজায় খুশী☉ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার☉ এসএসসি পরীক্ষার্থী নববধূর মেহেদীর রং না মুছতেই হত্যা ॥ শিক্ষক শ^শুর শাশুড়ি ও ননদ গ্রেপ্তার

কোভিড-১৯ করোনায় তারুণ্য

কোভিড-১৯ করোনায় তারুণ্য

২০২০-এ আবার তো এলো সেই দেশ রক্ষা, দেশের মানুষকে রক্ষার সময়। চোখের জলে আনন্দে মনটা ভরে যায়। যখন দেখি কোভিড-১৯ সংক্রমণে সংকটকালে নিম্ন আয়ের পরিবার, কর্মহীন ও অসহায় মানুষের সেবায় সবার পাশাপাশি তরুণরাও অবদান রাখছেন। কোভিড-১৯ এর ভয়াবহতার বিস্তাররোধে সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য ‘সামাজিক দুরত্ব বলয় চিহ্ন’ তৈরি এবং নিজেরা সচেতন ও সুরক্ষা বলয়ের ভিতরে থেকে দোকানীসহ সাধারণ মানুষকে সচেতন করার পদক্ষেপ নেয়া হচ্ছে।
ঠিক সকাল ১০ টার দিকে হঠাৎ আশির ভাই আর রুকাইয়া আপুর এসএমএস বাসায় গিয়ে কল দিয়েন। আমি অফিস শেষ করে বাসায় যাবার সময় ভাবতেছিলাম কি এমন গুরুত্বপূর্ণ কথা, ভাবতে ভাবতে পেয়ে গেলাম তারুণ্য ভাবনায় এক মানবিক সেবার কথা। কোভিড-১৯ সংক্রমণে সংকটকালে নিম্ন আয়ের পরিবার, কর্মহীন ও অসহায় মানুষের সেবায় সবার পাশে আছি থাকবো।
তখন আরো ভাবনায় এলো কত তরুণ এখন ঘরে বসে আছে। তারাতো আমাদের জ্বালানি হতে পারে এই দুর্যোগের সময়ে। একাত্তরের মতো নিকষ এক কালরাত। আমাদের তরুণরাতো একাত্তরে এই উত্তাল মার্চেই ঝাঁপিয়ে পড়েছিল দেশ রক্ষায়। ২০২০-এ আবার তো এলো সেই দেশ রক্ষা, দেশের মানুষকে রক্ষার সময়।
দশ দিনের সাধারণ ছুটি বা অঘোষিত লকডাউন দেওয়ার পর, এই বিচ্ছিন্নতার সময়ে আমরা যখন ভাবছিলাম কীভাবে ঘরে থাকা বিভিন্ন স্থানে খেটে খাওয়া পরিবার, কর্মহীন, সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আমাদের একটু সাহায্যই পারে দেশের সংকটাপন্ন অবস্থায় খেটে খাওয়া মানুষগুলি ভালো ভাবে বেঁচে থাকতে..।
কোভিড-১৯ এর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি কিন্তু তরুণরা থেমে থাকেনি কেভিড-১৯ ভয়ে। কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধ জয়ে সম্মিলিত উদ্যোগই আমাদের বড় শক্তি। আর বিপদে আল্লাহর ওপর ভরসা রাখুন।
করোনাভাইরাস প্রতিরোধে করণীয় ও পরামর্শ-
সংস্পর্শ এড়িয়ে চলুন;
যারা হাঁচি, কাশি, জ্বর, গলা ব্যথা অনুভব করছে, তারা যেন জুমার নামাজ পড়তে না যায়। ঘর থেকে বের না হয়, ঘরের মধ্যে আলাদা বিছানায় ঘুমানোর ব্যবস্থা করা ইত্যাদি করোনার বিস্তার ঠেকাতে কাজ করে। এ সময় হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন এবং ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন, তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
পরিস্কার ও পরিচ্ছন্নতা;
নাগরিকের পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিষয়ে অধিকতর সতর্ক হওয়া প্রয়োজন। যেমন- সাবান দিয়ে ২০ সেকেন্ড সময় ধরে হাত ভালোভাবে ধুইয়ে নেওয়া, বাইরে বের হলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, বাসা-বাড়ি, লিফট, সিঁড়ি, সিঁড়ির রেলিং, জামাকাপড়, ঘরের জানালা পরিষ্কার রাখা বাঞ্ছনীয়।
কোয়ারেন্টিন ও আইসোলেশন;
কোয়ারেন্টিন ও আইসোলেশন বিষয়ে সরকারের নির্দেশনা প্রত্যেক নাগরিকের মেনে চলা বাঞ্ছনীয়। প্রত্যকের কোয়ারেন্টিনের নিয়ম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টিনে থাকা অনেক বিদেশ ফেরত নাগরিক মেনে চলছে না, তাদের কঠোর নির্দেশনার মাধ্যমে কোয়ারেন্টিনে রেখে অন্যদের ঝুঁকি থেকে মুক্ত করা সম্ভব।
অনলাইন পেমেন্ট;
সর্বক্ষেত্রে অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করার ব্যবস্থা করতে পারলেই করোনার ঝুঁকিই অনেকাংশে কমবে। কারণ ব্যাংক নোটের মাধ্যমে করোনার ঝুঁকি বাড়ে।
মাস্ক পরতে হবে;
সাধারণ সর্দিকাশি হলেও মুখে মাস্ক পরতে হবে। আর হাঁচি-কাশি দিতে হবে মাস্ক পরেই। যারা সুস্থ আছেন তারা ঘরে না পরলেও বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে হবে। কোনো রোগীর সেবা করার ক্ষেত্রে মাস্ক পরতেই হবে। সঠিকভাবে মাস্ক পরার পদ্ধতিও জেনে নিতে হবে।
চিকিৎসা;
করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


রুবেল মিয়া নাহিদ, সাধারণ সম্পাদক, প্যারেন্টস এজিং ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।

Comments

comments

আরও পড়ুন

অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪