কে এম লতিফ ইনঃ কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও জঙ্গীবাদে পুলিশ জিরো টলারেন্সে কাজ করবে

মাহবুবুর রহমান আকাশঃ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেছেন মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও জঙ্গীবাদে জড়িতদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে কাজ করবে। যত বড় মাপেরই লোক হোক না কেন এদেরকে কোন ছাড় দেওয়া হবে না। জড়িতদের গ্রেফতার করে আইনের মুখোমুখি হতে হবে। এসপি মোহাম্মদ সালাম কবির আজ শনিবার বিকেলে মঠবাড়িয়ার কে এম লতিফ ইনষ্টিটিউশনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য আরো রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আজিম উল হক, ফজলুল হক মনি, বাদল ওঝা, মাসূদা আক্তার।
ওই সভায় অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির মাদক, ইভটিজিং, বাল্যবিয়ের কুফল, সন্ত্রাস, জঙ্গিবাদ, পর্নগ্রাফীর কুফল সম্পর্কে গুরুপ্তপূর্ন আলোচনা করেন। এবং ছাত্র ছাত্রীদের সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
Comments
আরও পড়ুন





