কেন্দ্রীয় যুবলীগের চার নেতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতিসন্তান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের চার নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ, মো. জসিম মাতুব্বর, সহ-সম্পাদক গোলাম ফেরদৌস ইব্রাহিম ও নির্বাহী সদস্য ডা. নুরুল ইসলাম হাসিব কে উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারী) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে যুবলীগের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিঞা।
উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, পৌর আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, আ‘লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল সোহেল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফহমিদা মুন্নি, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, ছাত্রলীগ নেতা মাহাবুব আকাশ প্রমূখ।
Comments
আরও পড়ুন





