কাউখালীর পল্লীতে একুশের চেতনা
বরিউল হাসান রবিন, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন পল্লীতে শিশু ও কিশোরেরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য নানা প্রস্তুতি নিয়েছে। শহীদ মিনার অংকন প্রতিযোগিতা ও বই পড়ে ভাষার জন্য শহীদ হওয়া মানুষের আত্মত্যাগের কাহিনী পড়ে তারা এ মহৎ কাজ করছে। শিশু ও কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে একুশের চেতনা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা তৈরি করছে ছোট ছোট শহীদ মিনার। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এ চিত্র দেখা গেছে।
কাউখালীতে উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত ১০ জন বাকপ্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে শহীদ মিনার অংকন প্রতিযোগিতা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সুবিধা বঞ্চিত এইসব শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আঃ লতিফ খসরু এই প্রতিযোগিতার আয়োজন করেন।
চার বাক প্রতিবন্ধীর “মা” মনজিলা শিশুদের হাতে শহীদ মিনার চত্বরে সমাবেত প্রতিবন্ধী শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বাকপ্রতিবন্ধী রিয়াজ দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিবন্ধী তানজিলা, তৃতীয় স্থান অধিকারকারী রিফাতের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুদের মধ্যে শান্ত¦না পুরস্কার দেওয়া হয়।
এর আগে এইসব প্রতিবন্ধী শিশুরা নিজেরাই তৈরী করেছে কলা গাছ দিয়ে শহীদ মিনার। আজ রাতে কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সালাম-বরকত-রফিকদের।
উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, যাদের আত্মত্যাগের কারনে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি সেই সমস্ত ভাষা শহীদদের আমরা কখনো ভুলব না। অস্থায়ীভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নেয়া হচ্ছে। শিশুদের একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে ও শহীদ মিনারের সাথে পরিচিত করিয়ে দিতে আমার এই উদ্যোগ।
Comments
আরও পড়ুন





