কাউখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত- আহত ৯

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক মফিজ উল্লাহ মাহাফুজ (২৮) মারা গেছেন। এ হামলায় আহত হয়েছেন নারীসহ ৯জন। এর মধ্যে ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান তালুকদার হামলায় মফিজ উল্লাহ মাহাফুজ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে কাউখালী সদর ইউনিয়নের লাংগুলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মফিজ উল্লাহ মাহাফুজ আল-আরাফা ইসলামী ব্যাংকের বরিশাল শাখায় চাকুরী করতেন। এ কথা জানিয়েছেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো: আমিনুর রশীদ মিল্টন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাউখালী ইউনিয়নের লাংগুলি গ্রামের মাওলানা নজরুল ইসলামের (৫৮) সাথে প্রতিবেশী ইউনুস খানের জমিজমার বিরোধ রয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নজরুল তার জমিতে বাঁধ নির্মাণ করতে গেলে ইউনুস খান ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের অস্ত্রের আঘাতে মাওলানা নজরুল (৫৮), রাহেলা বেগম (৩০), মফিজ উল্লাহ মাহাফুজ (২৮), আব্দুর রহমান মামুন (৩৮), তাসলিমা (৩৮), সাইফুল্লা (১৪), শহিদুল্লাহ (২০), জাহিদ (২২) আহত হন। তাদেরকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে দুপুর দেড়টার দিকে মাওলানা নজরুল, রাহেলা, মাহাফুজ, আব্দুর রহমান মামুন ও জাহিদকে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশালে নেয়ার পথে মফিজউল্লাহ মাহাফুজ মারা যান। এ দিকে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি মঠবাড়িয়া সংবাদকে আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





