কলেজ ছাত্র হত্যায় সন্দেহজনক আটক ৪ জনকে আদালতে সোপর্দ ॥ ১০ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র আল আমিন (২২) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে বলে দাবী করেছেন থানা পুলিশ। স্থানীয় বখাটে যুবকদের মাদক সেবনের বিরোধের জের ধরে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে থানা পুলিশ।
আদালতে সোপর্দকৃতরা হলো- উত্তর ভেচকী গ্রামের ওয়ারেছ খাঁর ছেলে আল আমিন খাঁ (২১), মনু খাঁর ছেলে আল আমিন (২৭), মৃত গফ্ফার সরদারের ছেলে আশ্রাফ ওরফে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।
থানা সূত্রে জানাযায়- গত ৪ এপ্রিল রোববার রাতে উপজেলার উত্তর ভেচকী (বাইশকুড়া) গ্রামের মুদি ব্যবসায়ী সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিনের লাশ বাড়ীর সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করে থানা পুলিশ। এ সময় ওই কলেজ ছাত্রের লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এর আগের দিন শনিবার রাতে আল আমিন নিখোঁজ হয়। বহু খোজাখুজির পর কোন সন্ধান না পাওয়ায় রোববার থানায় নিখোজের বিষয়টি পিতা সিদ্দিক আকন লিখিত ভাবে জানান। পরে ঘটনার চব্বিশ ঘন্টা পর রোববার রাতে আল আমিনের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় পরের দিন সোমবার দুপুরে নিহতের বাবা সিদ্দিক আকন অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এলাকার ৬ যুবককে আটক করলেও মাদককের বিরোধকে কেন্দ্র করে ৪ জন হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান ও বাকী ২ জনকে ছেড়ে দেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বলেন, গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের বিস্তারিত জানা যাবে।
Comments
আরও পড়ুন





