কলেজ ছাত্রসহ দুজনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় কলেজ ছাত্রসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী হাওলাদার (২০) স্থানীয় ডা. রুস্তুম আলী ফরাজী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং উপজেলার বেতমোর গ্রামের প্রবাসী ইউনুচ হাওলাদারের ছেলে ও নাইম ঘরামী (১৭) উপজেলার চান্দুখালী গ্রামের হারুন ঘরামীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী পৌর শহরের মামার বাসায় থেকে পড়াশুনা করতেন। সোমবার সকালে (২৮ ডিসেম্বর) গ্রামের বাড়িতে যান তিনি। সন্ধ্যার পরে সবার অজান্তে নিজ বাসায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার চান্দখালী গ্রামের কিশোর নাঈম তার বাবার কাছে মোবাইল ফোন কিনে দিতে আবদার করে। ওই ফোন কিনে না দেয়ায় অভিমান করে রাতে স্থানীয় বাজারে বসে বিষপান করে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
Comments
আরও পড়ুন





