করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পরিষদের সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসাধারনের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস, অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান মিলু, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি, প্রসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।
এ সময় তিনি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, থানা এবং মঠবাড়িয়া প্রেসকাবে সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ ছাড়াও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ ব্যক্তিগত তহফিল থেকে মঠবাড়িয়া উপজেলায় কর্মহীন ৬ হাজার শ্রমজীবি দিনমজুরের জন্য খাদ্য সামগ্রী বিতরনের ঘোষণা দেন।
Comments
আরও পড়ুন





