করোনা ভাইরাসে গ্রাম পুলিশের করণীয় ও সতর্কতা মূলক পুলিশের নির্দেশনা

স্টাফ রিপোর্টার: মরণঘাতী নোভেল করোনা ভাইরাসে গ্রাম পুলিশের করণীয় ও সতর্কতা মূলক নির্দেশনা দিয়েছে থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ) দুপুরে সাপ্তাহিক হাজিরার সময় থানা চত্বরে উপস্থিত গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় প্রবাসীদের আগমনে ইউএনও, থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগে অবহিত করণ, করোনা ভাইরাস সম্পর্কিত প্রচারপত্র বিলি, মাস্ক ব্যবহার করণ, হাত ধোয়াসহ ভাইরাস মুক্ত থাকতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। এসময় মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও থানার অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান এ নির্দেশনা প্রদান করেন।
করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান বলেন, থানা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতনতার লক্ষে নানা মূখী পদক্ষেপ নিয়েছে। এজন্য তিনি আতংকিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন বলেন, এলাকায় প্রবাসীরা আসার সাথে সাথেই থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানান। করোনা নিয়ে কেউ যেন সমাজে বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য গ্রাম পুলিশদের সজাগ থাকারও আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার একটি পৌরশহর ও ১১টি ইউনিয়নের দফাদারসহ ১শ ৮জন চৌকিদার উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
Comments
আরও পড়ুন





