করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু ॥ এলাকায় আতংক

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন থাকা ভ্যান চালক যুবক জাহাঙ্গীর শিকদার (৩২) এর মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর উপজেলার মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারের ঝাড়–দার ও ছোটশৌলা গ্রামের দরিদ্র আঃ মজিদ শিকদারের পুত্র। এ ঘটনায় ওই গ্রামের মৃত জাহাঙ্গীর ও সালাম খানের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানাযায়- জাহাঙ্গীর দীর্ঘদিন শ^াস কষ্ট ও জ¦রে ভুগছিলেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ডায়রিয়ায় আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া জানান- প্রথমে ওই রোগী জ¦র ও স্বাস কষ্টের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে জাহাঙ্গীর গত কয়েকদিন আগে থেকেই জ¦র ও শ^াস কষ্টে ভুগছিলেন। তিনি আরও জানান, রোগীর অবস্থা খুবই খারাপ হওয়ায় ওইদিনই তাকে দ্রুত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তির পর শনিবার দিনগত ভোররাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান- করোনা উপসর্গ থাকায় গুরুতর অসুস্থ জাহাঙ্গীরকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। তারপরেও জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তিনি আরও জানান- এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক সেকমো, ৩জন নার্স ও ওয়ার্ড বয়সহ ৬জনকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত হোম কোয়ারিন্টনে থাকতে বলা হয়েছে।
মঠবাড়িয়া থানা পুলিশ ও মৃত. জাহাঙ্গীরের পিতার উপস্থিতিতে লাশের জানাযা শেষে ছোটশৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে জাহাঙ্গীরের মুত্যুতে এলাকায় মহামারী করোনার আতংক ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরের বাড়ীসহ সালাম খানের বাড়ী লকডাউন করা হয়েছে।
Comments
আরও পড়ুন





