করোনা দূর্যোগ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতা চাইলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরও আহবান জানান। তিনি কোন প্রকার গুজব বা অসত্য সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকারও আহবান জানান। রোববার (৩ মে) সকালে মঠবাড়িয়া প্রেসকাব, উপজেলা প্রেসকাব ও রিপোর্টার্স কাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এ কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস, প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা প্রেসকাবের সভাপতি মজিবর রহমান, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জিল্লুর রহমান, রিপোটার্স কাবের নাজমুল আহসান কবির, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ইত্তেফাক প্রতিনিধি রফিকুজ্জামান আবীর ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক করোনা ভাইরাসের সংক্রমন থেকে রা পাওয়ার জন্য বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য দেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Comments
আরও পড়ুন





