করোনার নমুনা সংগ্রহে উপজেলা পরিষদের উদ্যোগে হাসপাতালে এক হাজার কীট প্রদান

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহের জন্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে এক হাজার পিস কীট প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিকের কাছ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান এ করোনা কীট গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফেরদৌস ই্সলাম, মহিউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. জুলহাস শাহীন প্রমূখ।
Comments
আরও পড়ুন





