আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫৮

  • বাংলা English
সদ্য :

☉ বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে☉ আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!☉ আইনগত সহায়তা প্রদান আইন অবহিতকরণ ও উপজেলা কমিটির সক্রিয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত☉ সড়ক দুর্ঘটনায় কলেজ কলেজছাত্র নিহত☉ ভুয়া ডাক্তার দ্বারা অপারেশন করায় মনির ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা

করোনাকালীন আমাদের সোনামনিদের সমস্যা ও করণীয়

করোনাকালীন আমাদের সোনামনিদের সমস্যা ও করণীয়

গত বছরের শেষের দিকে বিশ্ববাসী নতুন একটি শব্দ শুনেছে আর তা হল করোনা ভাইরাস। এটি একটি এমন ভাইরাস যা স্তব্ধ করে দিয়েছে পৃথিবীর প্রাণচাঞ্চল্য। করোনা ভাইরাসের কারণে আমরা প্রায় সকলেই ঝুঁকির মধ্যে আছি। তবে এ করোনার মধ্যে সবচেয়ে আশার কথা হল বাচ্চারা তেমন গুরুতর আক্রান্ত হয়না, হলেও মৃদু সংক্রামন ঘটে। বিজ্ঞানীরা এর প্রকৃত কারণ নির্ধারন করতে পারেন নি। তবে মনে করা হয় পাঁচ বছরের বেশী বয়সী শিশু এবং কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাস মোকাবেলায় বিশেষভাবে কার্যকর। তারা হয়ত আক্রান্ত কিন্তু তাদের সংক্রামন মৃদু বা তাদের মধ্যে সংক্রামনের কোন লক্ষণ বা উপসর্গ থাকেনা। প্রাপ্ত বয়স্করা যেভাবে ভাইরাসের সংস্পর্শে এসেছে, শিশুরা হয়তো সে ভাবে ততোটা সংস্পর্শে আসেনি। কারণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ এ সময়। হাসপাতালে হাজার হাজার রোগীর মধ্যে কভিড আক্রান্ত বাচ্চা একদম নাই বললেই চলে। কিন্তু একটা ঝুঁকি আছে। যদিও সংখ্যায় খুব কম। তবুও জানা জরুরী। এটা কভিড থেকে নয়। কভিট পরবর্তী জটিলতার ফল, নাম দেওয়া হয়েছে PIMS-TS (Paediatric Multisystem Inflammatory Syndrom Temporally Associated with SARS- Cov2) অথবা MIS-C (Multisystem Inflammatory Syndrom in Children).
লক্ষণ সমুহ :
টানা তিন দিন ১০৪ এর উপরে জ্বর থাকে আর সাথে নিচের যে কোন একটি লক্ষণ দেখা দিলে দ্রুত বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।
ক. চোখের প্রদাহ
খ. চামড়ায় লালচে দাগ
গ. মুখ গহ্বহরে লালচে দাগ
ঘ. গলার নিচের গ্রন্থি ফুলে উঠে
ঙ. পেটে ব্যথা, বমিসহ পাতলা পায়খানা, প্রায় ক্ষেত্রে বাচ্চাগুলোর বয়স ৫-১৫ বছরের মধ্যে। কিন্তু একদম ছোট বাচ্চাদের মধ্যেও দেখা গিয়াছে।
সোনামনিদের অন্যরকম ঝুঁকি :
১. করোনা ভাইরাস শিশু পুষ্টি ও স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলে। দীর্ঘ লকডাউন এর কারণে বাবা-মায়ের আয় কমে গেছে এবং অনেকে বেকারত্বের স্বীকার হচ্ছে। সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকান্ডে যে ব্যাঘাত ঘটেছে তাতে আমাদের দরিদ্র ও হত-দরিদ্রের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আন্তজার্তিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন, তাদের প্রকাশিত এক প্রতিবেদন বলেছে প্রায় ৬০% শিশু কঠিন খাদ্য সংকটে ভুগছে এবং শিশুরা মারাত্বক অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে। অনেক বাবা মায়ের বেতন বন্ধ হয়ে গেছে, চাকরী চলে গেছে। সুতারং খাবার ঠিকমত আসছেনা। শিশুরা সুষম পুষ্টি পাচ্ছে না। সে কারণে শিশুরা লম্বায় বড় হওয়া, ওজন বাড়া এসব কমে যাচ্ছে। শিশু পুষ্টির অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অসুখ-বিসুখ লেগেই থাকে।
২. দীর্ঘ লকডাউন এর কারণে শিশু ঘরে বসে একাকিত্বে ভুগছে। এতে শিশুর বিকাশে বাধাগ্রস্থ হচ্ছে। একটা শিশু যখন হাটতে শিখে, ছবি আকঁতে ও নাচতে শিখে। এসব জিনিস কিন্তু শিশু বিকাশেরই অংশ। এই পরিস্থিতিতে তা মারত্বকভাবে ব্যাহত হয়। একটি শিশু আর একটি শিশুর সংস্পর্শে আসার সুযোগ নাই। স্কুলে, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে মেলমেশার সুযোগ পায় কিন্তু এ সময় তা হচ্ছেনা, ফলে সঠিকভাবে শিশুর বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।
৩. শুধু ক্ষুধা, অপুষ্টি ও বিকাশ জণিত সমস্যা ছাড়াও শিশুরা ঝুকির মধ্যে পড়বে আরো নানা ভাবে। দীর্ঘ লকডাউনে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ থাকার কারণে, বেকার ও দরিদ্রের হার বৃদ্ধি পাওয়ায়, অভিভাবকদের অর্থনৈতিক সমস্যার কারণে, শিশুরা স্কুল থেকে ঝড়ে পড়বে। ফলে শিশু শ্রম, বাল্য বিবাহ ও পাচারের স্বীকার হবে। বাড়ীতে খাবার নাই। সুতারং শিশুরা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়বে।
৪. শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিশুর যে ঘাটতি হচ্ছে আগামী বছরে তা কাটিয়ে উঠা যাবেনা। দীর্ঘদিন বিদ্যালয় না যাওয়ায়র কারণে শিশুদের শিক্ষার আগ্রহ নষ্ট হচ্ছে। স্কুল যখন শুরু হবে তখন শিশুর উপর প্রচুর চাপ পড়বে যা তার মানসিক সম্যসার সৃষ্টি করবে।
৫. শিশুর আচরণগত পরিবর্তন ও মানসিক ত্রুটি ঘটছে করোনা ভাইরাসের কারণে। স্কুলে যাওয়ার সুযোগ নেই, তাই খেলার সুযোগ নেই। বন্ধুদের সাথে দেখা নেই। চার দেয়ালের মাঝে বন্দী। তাই তাদের আচরণের মধ্যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অকারণে বায়না ধরছে, কান্নাকাটি করছে। সব মিলিয়ে শুধু অপুষ্টি ও শিশু শ্রমের সাথে শিশুর মনে নিশ্চিতভাবে দীর্ঘ মেয়াদি একটি ট্রমা থেকে যাবে ।
করোনা ভাইরাসের করোনীয় :
১। বাড়িতে শিশু থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অবশ্যই নজর দিতে হবে।
২। শিশুরা যেহেতু মা-বাবা, দাদা-দাদি, ভাই-বোন, ঠাকুরমা এদের কাছে থাকে। তাই এদের থেকেই শিশুরা সংক্রামিত হওয়ার সম্ভবনা থাকে। তাই খুব ছোট বাচ্চাদের বারে বারে হাত ধুয়ে দিতে হবে এবং হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে। মা-বাবাদেরই বিশেষ করে যেসব শিশুরা হামাগুড়ি দেয়, মুখে আঙ্গুল দেওয়ার স্বভাব এদের দিকে বিশেষ নজর দিতে হবে।
৩। যেহেতু ঘর বন্ধ শিশুরা বাইরে যেতে পারছেনা। তাই তাদের মনের উপর চাপ বাড়তে পারে। তাই পড়াশুনার সাথে সাথে মা বাবাদের সময় দিতে হবে। তাদের সাথে খেলা করা, গল্পের বই পড়া, ভালো সময় কাটানোর দিকে নজর দিতে হবে। অর্থাৎ বাচ্চাদের সাথে সারাক্ষণ বন্ধু সুলভ আচারণ করতে হবে।
৪। করোনা ভাইরাস যদিও খাদ্যের সাহায্যে ছড়ায়না। তবুও ফুড সেপটির দিকে নজর দিতে হবে। খাবার যেই পাত্রে রাখা হয় বা যেখানে থাকবে সেগুলো পরিষ্কার রাখতে হবে।
৫। বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী তাদের বাচ্চাদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। যদি আলাদা থাকা সম্ভব না হয়। তবে বাহির থেকে ফিরে এসে ভালো ভাবে সাবান দিয়ে হাত ধুয়ে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে জামা কাপড় পরিবর্তন করে বাচ্চাদের কাছে যেতে হবে।
৬। বাচ্চারা যাতে মোবাইল, টিভির প্রতি আসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
৭। যতদিন শিশুদের জন্য করোনা প্রতিরোধ ব্যবস্থা না হবে ততোদিন তাদের বিদ্যালয়ে ও খেলার মাঠে না পাঠালে তারা নিরাপদ থাকবে।
৮. শিশুর পুষ্টিকর খাবারের নিশ্চয়তা বিধান করতে হবে। সরকারীভাবে এবং আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের এ সময় এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য বিভাগের পুষ্টি কর্নারের সাথে যোগাযোগ করতে হবে। এখানে WHO কর্তৃক সরবরাহকৃত পুষ্টিকর খাদ্য পাওয়া যায়।


ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বামনা, বরগুনা।

Comments

comments

আরও পড়ুন

বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে