ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা তৈরি করে সবার সহযোগিতায় মানব পাচার রোধ করা সম্ভব ॥ অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্ট : মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির ফোকাল পয়েন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজতৈনিক ও আইসিটি) মো. সামছুর রহমান বলেছেন, সরকারের একার পক্ষে মানব পাচার প্রতিরোধ ও দমন করা সম্ভব না। মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে কর্মপরিকল্পনা তৈরি করে সবার সহযোগিতায় মানব পাচার রোধ করা সম্ভব। মানুষের দারিদ্রতার সুযোগে মিথ্যা প্রলোভন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করছে। সমাজের আদম ব্যবসায়ীদের অন্যায় ভাবে অতি মাত্রায় অর্থ আদায়ের মানষিকতার কারনে মানব পাচারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পাচারকারীরা নারী ও শিশুদের পাচার করে যৌন পতিতাবৃত্তি করাতে বাধ্য করছে। জনাব সামছুর রহমান আজ মঙ্গলবার বরিশাল জেলার সার্কিট হাউজের হলরুমে মানব পাচার প্রতিরোধ ও দমনে বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ আয়োজনে এবং ইউএসআইডি ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন প্রমুখ।
দিনব্যাপী এ বিভাগীয় সম্মেলনে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সুশিল সমাজের দেড় শতাধিক অংশগ্রহণকারী কর্মশালায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সুপারিশমালা গ্রহণ করে ওই সম্মেলনে মানব পাচার রোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Comments
আরও পড়ুন





