এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ১শ ৪৩ জন শিক্ষার্থী ॥ এবারও শীর্ষে কেএম লতিফ
স্টাফ রিপোর্টারঃ এসএসসি ও দাখিল পরীক্ষায় মঠবাড়িয়ায় ১শ ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে ১শ ২১টি এবং মাদ্রাসায় ২২টি জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে কেএম লতিফ ইনষ্টিটিউশন এবারও সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে রেকর্ড গড়েছে। অপরদিকে, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ফলাফলে রেকর্ড গড়েছেন।
জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- কে এম লতীফ ইনস্টিটিউশন ৪৭টি, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ১৭টি, সাফা মাধ্যমিক বিদ্যালয় ১৫টি, মিরুখালী স্কুল এন্ড কলেজ ১১টি, গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ৮টি, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭টি, ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয় ৪টি, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, বড়মাছুয়া হাই ইনস্টিটিউশন ২টি, সরকারী হাতেম আলী বালিকা বিদ্যালয় ১টি, কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ১টি, সোনাখালী মুন্সী আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয় ১টি, মিঠাখালী পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ১টি, বেতমোর রাজপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১টি, ছগির মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১টি, তুষখালী আদর্শ বালিকা বিদ্যালয় ১টি, এনসি তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয় ১টি জিপিএ-৫ পেয়েছে। এছাড়া উপজেলার দেবীপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ৯টি, শেখ ফজিলাতুন্নেসা মহিলা কামিল মাদ্রাসা ৩টি, মিঠাখালী-গুদিঘাটা আলিম মাদ্রাসা ৩টি, দাউদখালী ফাজিল মাদ্রাসা ২টি, ধানীসাফা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা ২টি, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসা ২টি এবং আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসা ১টি জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, এ বছর উপজেলায় ৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৮শ ৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছিল।
Comments
আরও পড়ুন





