এনজিওর টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার (১ জানুয়ারী) রাতে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাভলু মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাভলু কে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। লাভলু মিয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত: ফকর উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, একটি বেসরকারী উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে কিস্তি খেলাপি করার দায়ে ২০১৬ সালের সিআর ২২৪/১৬ মামলায় মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২৭/১০/১৯ তারিখ আসামী লাভলুকে ৬ মাসের কারাদন্ড ও ১ লাখ ১২ হাজার ৫শ’ টাকা জরিমানার আদেশ দেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামী লাভলুকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহর থেকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাভলু পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে ছিল তাকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গ্রেফতার করা হয়।
Comments
আরও পড়ুন





