এডিপির কোটি টাকার কাজ ভাগ ভাটোয়ারার অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অশ্লীল মিছিল

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) র বিভিন্ন প্রকল্পের এক কোটি টাকার কাজ টেন্ডার ছাড়াই উপজেলা প্রকৌশলী তার পছন্দের ঠিকাদারদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে দেয়ার অভিযোগ ওঠেছে। ওপেন টেন্ডার ছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ প্রভাবশালী ঠিকাদারদের পাইয়ে দেয়ায় সরকার কয়েক হাজার টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছে। এছাড়া ওই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়ায় লটারীর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ বন্টনের দাবিতে সোমবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কাজ বঞ্চিত ঠিকাদার, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মিরা উপজেলা প্রকৌশলীর অপসারণের দাবীতে অশ্লীল মিছিল করেছে। মিছিল শেষে পরিষদ প্রাঙ্গনে এক সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়মীলীগ নেতা এমাদুল হক খান, ঠিকাদার শফিক ফরাজী, ছাত্রলীগ নেতা রাসেল জমাদ্দার, আল-আমিন মল্লিক ও প্রভাত রায় প্রিন্স প্রমূখ।
বক্তারা বলেন- চলতি ২০২১-২০২২অর্থ বছরের এডিবির উপজেলা ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের এক কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ রোববার উপজেলা প্রকৌশলী তার কার্যালয়ে টেন্ডার ছাড়াই গোপনে তার পছন্দের ঠিকাদারদের মাঝে ভাগ বন্টন করেন। এতে সরকারের কয়েক হাজার টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।
উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে বলেন- যারা মিছিল করেছে তারা কারো না কারো প্ররোচনায় না বুঝে করেছে। মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক জনগুরুত্বপূর্ন ও জনস্বার্থ বিবেচনায় এডিবির ওই টাকার ১৬টি প্যাকেজে পিআইসি ও আরএফকিউ পদ্ধতিতে টেন্ডার প্রক্রিয়ায় কাজ বন্টন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন- উপজেলা পরিষদ ও ইউনিয়ন তহবিলের টাকার কাজ বিধি বিধান অনুযায়ী কাজ বন্টন করা হয়েছে।
Comments
আরও পড়ুন





