ঋণের তিন লাখ টাকা ছিনতাই হওয়ায় বাকরুদ্ধ তাজেনুর

স্টাফ রিপোর্টার: ও বুইন মোর লইগ্যা এন্ডি (বিষ) লইয়া আয়। মুই এন্ডি খাইয়া মইর্যা যামু। তোরা টাহা (টাকা) পাবি হেইহ্যার পিন্নে মুই ব্রাকদা লোন লইয়া চেক দ্যা টাহা তুলছিলাম। হেই টাহা মোর থাবা দিয়া ব্যাগ শুদ্ধা লইয়া গ্যাছে। মুই এহন বাইচ্চা থাইক্যা কি হরমু। বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর সভার গেটের সামনে এভাবে বোনের ফোন পেয়ে বিলোপ করছিল তিন সন্তানের জননী ও উপজেলার আমড়াগাছিয়ার কালিকাবাড়ী গ্রামের আবুল হাসেম খানের স্ত্রী তাজেনুর বেগম (৪৫)। তিনি কান্না জড়িত কন্ঠে জানান, ছেলে আলামিন (৩০) জাল ভিসায় সৌদি গিয়ে ধরা খেলে দেশ থেকে টাকা পাঠিয়ে ছেলেকে ফেরত আনি। এতে প্রায় আট লাখ টাকা দেনা হয়। ওই টাকা সুদে আসলে বৃদ্ধি ও পাওনাদারের চাপে ব্রাক ব্যাংক সাপলেজা থেকে তাজেনুর বেগম তিন লাখ টাকা ঋণ নেয়।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের কাপুড়িয়া পট্টির আল আরাফা ইসলামী ব্যাংক শাখা হতে ওই তিন লাখ টাকা উত্তোলন করে বোন খাদিজা, মেয়ে জামাই রুবেল ও বৃদ্ধ পিতা আবদুর রশিদ তালুকদারকে নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়। কতদুর যেতে না যেতেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গেটের সামনের সড়ক দিয়ে যাওয়া মাত্র তাদের অনুসরণ করা দুই ছিনতাইকারী যুবক টাকা ভর্তি ভেনিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সাথে সাথে অনার্স পড়–য়া জামাই রুবেলও ছিনতাইকারীদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে দেনা গ্রস্থ তাজেনুর বেগমের টাকা ছিনতাইয়ের আকুতি মিনতি ও আহাজারী দেখে শত শত মানুষ ভিড় জমায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেননি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





