রুহুল আমিন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণাঞ্চলের সর্ব বৃহৎ ও জনবহুল উপজেলা মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর দ্বীপজেলা ভোলার চরফ্যাশন ইউএনও মো: রুহুল আমিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর জনস্বার্থের আদেশ বলে এ পদায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। চরফ্যাশন ইউএনও মো: রুহুল আমিন পদায়নের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে কবে নাগাদ নতুন কর্মস্থলে যোগদান করবেন এ বিষয়ে জানতে চাইলে ভোলার জেলা প্রশাসক মহোদয়ের উদ্ধৃত্তি দিয়ে জানিয়েছেন চরফ্যাশনে নতুন ইউএনও যোগদানের পর মঠবাড়িয়ায় তিনি যোগদান করবেন বলে জানান।
উল্লেখ্য, পদোন্নতিজনিত কারনে মঠবাড়িয়ার সাবেক উপজেলা নিবার্হী কর্মকর্তা জি,এম সরফরাজের বদলির পর পদটি দীর্ঘদিন শূন্য থাকায় সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ^াস অতিরিক্ত ইউএনও’র দায়িত্ব পালন করে আসছেন।
বরিশালের উজিরপুরের কৃতি সন্তান মো: রুহুল আমিন মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পাওয়ায় সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের পক্ষ থেকে অভিনন্দন।
Comments
আরও পড়ুন





