উপজেলা নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে…… পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন বলেছেন ১৮ জুন অনুষ্ঠিতব্য মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন আমি শতভাগ নিরপেক্ষ থেকে অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেব। কোন প্রকার পেশী শক্তি, বহিরাগত শক্তিকে প্রশ্রয় দেয়া হবে না। ভোটারদের অংশগ্রহণ মূলক নির্বাচনের স্বার্থে যা যা করণীয় দরকার সবই করা হবে। নির্বাচন বিশৃংখলকারীরা যতই বড়ই শক্তিশালী হোক না কেন, কোন ছাড় নয়। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হলেও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ভোটারদের ভোটের কেন্দ্রমুখী করতে নির্বাচনের দিন সর্বোচ্চ সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সকলের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয়। এজন্য তিনি সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১১ জুন) দুপুরে থানা চত্বরে প্রশাসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারি রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা স্বপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সিদ্দিক, আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হক, এ্যাডভোকেট মজিবর রহমান মুন্সি, পিরোজপুর প্রেসকাবের সভাপতি জহিরুল হক টিটু, মঠবাড়িয়া প্রেসকাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক খালিদ আবু, মঠবাড়িয়া সংবাদের সম্পাদক মিজানুর রহমান মিজু, আ’লীগ চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যন প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজ, আরিফুর রহমান সিফাত, মাকসুদা আক্তার বেবী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, নাছির উদ্দিন হাওলাদার প্রমূখ।
Comments
আরও পড়ুন





