উপজেলা নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান পদে সেলিম, ভাইস চেয়ারম্যান পদে নওরোজ ও বেবী’র নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা আ’লীগ এক শোডাউন করে তিন পদে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস মঙ্গলবার (২৯ জানুয়ারী) বিকেলে স্থানীয় শহীদ মিনার পাদদেশে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের একাধিক নেতা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ ও নারী ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার বেবী’র নাম ঘোষণা করলে উপস্থিত সহ¯্রাধিক নেতাকর্মীরা করতালি দিয়ে স্বাগত জানান। ওই সভায় চুড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থীদের তালিকা পিরোজপুর জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়।
পরে উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বরিশাল জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, মঠবাড়িয়া উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ’লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে (বর্তমান) মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ তালুকদার, উপজেলা যুব মহিলালীগ সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি, ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল সোহেল ও কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী প্রমূখ। ওই সভায় একাধিক মনোনয়ন প্রত্যাশী ও ৮ ইউপি চেয়ারম্যানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক তিনজনের নাম ঘোষণা করা হয়।
Comments
আরও পড়ুন





