উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের বেরিবাঁধের সৃজিত বৃক্ষ আত্মসাৎ ও সকল ষড়যন্ত্রের প্রতিবাদে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় উপজেলার হলতা গুলিশাখালী ইউপির হোতখালী বেরী বাধেঁর ওপর উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের সৃজিত বৃক্ষ বিক্রি করে টাকা আত্মসাৎ ও প্রভাবশালীদের বাগানের বনজ গাছ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ওই বাগানের সুফলভোগি গ্রামবাসিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হোতখালী সিএন্ডবি বাজার সড়কে ঘন্ট্যব্যাপী এ মানববন্ধনে সুফলভোগী, জনপ্রতিনিধিসহ স্থানীয় দু’শতাধীক গ্রামবাসি অংশ নেন।
শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. রফিকুল আলম বাদল, মুক্তিযোদ্ধা মো. আমীর হোসেন, ইউপি সদস্য ইয়াকুব ফরাজি, সুফলভোগী কালাম গাজী ও হারুন জমাদ্দার প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০০ সালে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় মঠবাড়িয়ার হোতখালী বেড়িবাঁধের দুই পাড়ে ২৫ হাজার বৃক্ষ রোপণ করে। এ বেরিবাঁধে লাগানো নিম, তুলা, বকুল, গামার ও গর্জন গত ২০ বছর ধরে এলাকার ৫০ জন উপকার ভোগিরা এসব গাছ পরিচর্যা ও সুরক্ষা করে আসছিলেন। সম্প্রতি বেড়িবাঁধ সংলগ্ন একটি খাল খননের সময় ১শ ৪০টি গাছ কর্তন করতে হয়। এসব গাছ উপজেলা বনবিভাগের নির্দেশে সুফলভোগিদের জিম্মায় দিয়ে সংরক্ষণ করেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহল ৪শ গাছ কর্তন ও আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে সম্প্রতি একটি মানববন্ধন করে। প্রতিপক্ষরা গাছ আত্মসাতের মিথ্যা অভিযোগ জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, গাছ আত্মসাতের মিথ্যা অভিযোগ রটনাকারিরা ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বেরিবাঁধে সৃজিত ১ লাখ ৩৫ হাজার টাকার গাছ কেটে আত্মসাত করেছে।
প্রসঙ্গত এর আগে বেরিবাঁধে সৃজিত ৪শ গাছ কেটে আত্মসাতের অভিযোগ এনে গত মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের হোতখালী সিএন্ডবি বাজার সড়কে উপকারভোগি ও গ্রামবাসিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ওই অভিযোগ মিথ্যা দাবি করে আজ পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে অপর পক্ষ।
Comments
আরও পড়ুন





