ইয়াসের জলোচ্ছাসে সুন্দরবনের হরিণ লোকালয়ে ॥ বনে অবমুক্ত

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছাসের ¯্রােতে পূর্ব সুন্দরবনের ২ চিত্রা মায়া হরিণ পিরোজপুরের মঠবাড়িয়ার লোকালয়ে ভেসে আসে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার বলেশ^র নদ তীরবর্তী বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া ও আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে হরিণ দুটি দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ারের ¯্রােতে ভেসে আসে ওই হরিণ দুটি। পরে শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের বন প্রহরী সৈয়দ হাবিবুর রহমানের কাছে সকাল ১০টার দিকে হরিণ দুটি হস্তান্তর করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বলেশ^র নদ তীরবর্তী উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাসকারি জেলে শহিদুল ইসলাম খুব সকালে ঘুম থেকে উঠে তার নৌকার পানি সেচ করে ঘরে ফেরার পথে বেড়িবাঁধের পাশে জঙ্গলের ভিতর শব্দ পেয়ে দেখে একটি হরিণ। এ সময় সে তাড়া করলে দৌড়ে পূর্ব দিকের মাঠে পড়ে। পরে এলাকাবাসী বিশ্বাস বাড়ির সামনে থেকে হরিণটিকে আটক করে। পরে স্থানীয় সমাজ সেবক ও ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেপারীর বাড়িতে রাখেন। তার কিছু সময় পরে নিকটবর্তী আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বেড়িবাধের ওপর আরও একটি হরিণ দেখতে পায়। এ সময় এলাকাবাসী তাড়া করলে পাশর্^বর্তী এলাকা গোলবুনিয়া গ্রামের আমতলা বাজারের উত্তর পাশের্^ মিলন ফরাজী বাড়ির সামনে থেকে অপর হরিণটিকে আটক করতে সক্ষম হয়।
বগী ফরেষ্ট ষ্টেশনের বন প্রহরী সৈয়দ হাবিবুর রহমান বলেন, উলুবাড়িয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী আ: হামিদ খান আমাকে মোবাইল ফোনে মঠবাড়িয়ায় হরিণ আটকের কথা জানালে উত্তাল বলেশ^র নদীর ঢেউ উপেক্ষা করেও ট্রলার নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি।
মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফকরুদ্দিন জানান- বৃহস্পতিবার সকালে হরিণ আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি জব্দ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।
শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদিন বলেন, ঘূণিঝড় ইয়াসের প্রভাবে অতি জেয়ারের জলোচ্ছাসের কারনে হরিণ দুটি ভেসে আসছে বলে ধরণা করা হচ্ছে। উদ্ধারকৃত হরিণ দুটি পূর্ব সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
Comments
আরও পড়ুন





