ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় হাসান মৃধা (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর মিঠাখালী মাঝেরপুল রহমান মেডিকেল হল এর সামনের রাস্তার ওপর থেকে তাদেরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মোশারফ মৃধার ছেলে।
মঠবাড়িয়া থানা পুলিশের এস আই মাইনুল ইসলাম জানান, উপজেলার উত্তর মিঠাখালী মাঝেরপুল রহমান মেডিকেল হল এর সামনের রাস্তার ওপর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই আজাদসহ সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত হাসানের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসানের এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
Comments
আরও পড়ুন





