ইউসুফুজ্জামানকে পুনরায় সভাপতি করে দলিল লেখক সমিতির পাল্টা কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সাবেক সভাপতি প্রবীণ দলিল লেখক ইউসুফুজ্জামানকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে উপজেলা দলিল লেখক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আ.ম. ইউসুফুজ্জামান পুনরায় সভাপতি ও তৌহিদুল বাসার কবিরকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন কমিটির প্রচার সম্পাদক মজিবর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত দিনগুলোতে দলিল লেখক সমিতি গঠনতন্ত্র অনুযায়ী সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। গত ২০১৪ সালের এ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ কমিটির মেয়াদ শেষে ২০১৬ সালের নভেম্বর মাসে নতুন একটি কমিটি গঠনের জন্য সিনিয়র দলিল লেখক শাহ মো: আবদুল হালিম মিয়াকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে বার বার উদ্যোগ নেয়া এবং স্থানীয় ভাবে রাজনৈতিক অস্থিরতার কারনে আর নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও দলিল লেখকদের দুটি গ্রুপের উদ্ভব হয়। নির্বাচনে একটি গ্রুপ পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন বানচালসহ বিনা ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার প্রচেষ্টা চালাতে থাকে। এসব কারনে নির্বাচন না হওয়ায় দলিল লেখকদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গত ২ রা জুলাই এক বিশেষ সাধারণ সভায় ৫৩ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
ওই কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রদীপ রঞ্জন মিত্র, শাহাদাৎ হোসেন বাবুল, বজলুর রহমান, অলিউল হাসান (নাসির), সহ-সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে কাজী মজিবর রহমান বাদল, কোষাধ্যক্ষ পদে আমিনুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক পদে শাহজাহান আকন, প্রচার সম্পাদক পদে মজিবর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ইফসুফ আলী খান, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে শাহীন রেজা, সদস্য আলমগীর হোসেন জমাদ্দার, শামসুল আলম কামাল, মিজানুর রহমান, গোলাম কবির, তকদির হোসেন জমাদ্দার, রেজাউল করিম, ফিরোজ জমাদ্দার, আলী আশরাফ (মাসুম) জমাদ্দার, মোশারেফ হোসেন, জমাদ্দার মোঃ সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য গত ৩ জুলাই দলিল লেখক সমিতির একাংশ স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মো: অলিউল হাসানকে সভাপতি ও মো: মিজানুর রহমানকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
Comments
আরও পড়ুন





