ইউপি নির্বাচনে প্রচারণায় হাতপাখা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা ॥ আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আ‘লীগ প্রার্থীর কর্মীরা। উপজেলার ৬ নং টিকিকাটা ইউপির হাতপাখা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মঠবাড়িয়া প্রেসকাবে সংবাদ সম্মেলনে আ‘লীগ (নৌকা) প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বলেন- মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৪ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল র্যাব-৮ এর (সিও) এর প্রতিনিধি মেজর মোঃ জাহাঙ্গির আলম, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম) উপস্থিতিতে সকল প্রকার সহিংসতা মুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ^াস দেয়ার কয়েক ঘন্টার মধ্যে নৌকা প্রতিকের সমর্থকরা এ হামলা চালায়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এসকল ঘটনায় তিনি ১৬ জন নামীয় এবং ৭০ জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় এজাহার দেন। কিন্তু পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেনি। মামলা গ্রহণ পূর্বক আসামীদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করারও ঘোষণা দেন। এর পরেও যদি পুলিশ প্রশাসনের টনক না নড়ে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে হরতালের মতো কর্মসূচি গ্রহনে বাধ্য হবেন বলে জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার নেতা সহকারি অধ্যাপক হাবিবুর রহমান উদ্দিন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলীল মুন্সী, সেলিম মৃধা, উপজেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌর ইসলামী যুব আন্দোলন সভাপতি মো. ইসমাইল শিকদার প্রমুখ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য- মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখবেন বলে প্রার্থীদের আশ^স্ত করেন।
Comments
আরও পড়ুন





