ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদারকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে স্থানীয় তুষখালী বাজারে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার ভোর রাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শফিকুল তুষখালী বাজারের আইয়ুব আলীর পুত্র।
থানার সূত্রে জানাযায়, উপজেলার তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদারের ভাই ব্যবসায়ী নাসিরের কাছে থেকে জমি ও দোকান বিক্রির মৌখিক চুক্তি করে একই এলাকার আইয়ূব আলীর পুত্র শফিকুল ৫৪ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা নেয়। চুক্তি অনুযায়ী যথাসময়ে জমি ও দোকান ঘর লিখে না দেয়ায় বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে সোমবার রাতে ইউপি চেয়ারম্যান শাজাহান শফিকুলকে জমি ও দোকান ঘর লিখে দেওয়ার কথা বললে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় চেয়ারম্যানের ভাই নাসির বাদী হয়ে শফিকুলকে আসামী করে একটি মামলা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শফিকুলকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





